মিনিটে ৬০ এর উপরে শব্দ টাইপ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এই অডিও প্রতিলিপি করে টাকা ইনকাম করতে পারবেন। এবং সেই কাজের পেমেন্ট বিকাশে নিয়ে নিতে পারবেন খুব সহজেই।
Tiktok এ ভিডিও তৈরী করে –
এখানে আপনি ছোট ছোট ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। এই tiktok app টি ডাউনলোড করে তবেই ভিডিও গুলো আপলোড করতে পারবেন। এবং প্রত্যেক ভিডিওর ভিউ এর উপর আপনার টাকা ইনকাম নির্ভর করবে। এই app টি ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিবার ক্ষেত্রে খুবই ভালো একটি app ,আপনিও চেষ্টা করে দেখতে পারেন দেরি না করে।
Youtube থেকেও টাকা ইনকাম –
এখন আমরা সবাই জানি যে youtube দিয়ে শুধু ভিডিও দেখা নয়। আমরা চাইলে সেখানে নিজের চ্যানেল খুলে ভিডিও তৈরী করে ফ্রি টাকা ইনকাম করতে পাড়ি , কোনও ইনভেস্টমেন্ট ছাড়াই। এই ক্ষেত্রে কিছু Youtube এর criteria ফুল করতে হবে, তবেই এখানে ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট অপসন টি সম্ভব হবে নাহলে হবে না।
এইসব অনলাইন এ ফ্রি টাকা ইনকাম করতে হলে কিছু app আপনাকে ডাউনলোড করতে হয় তবেই আপনি এখানে ইনকাম করতে পারবেন। আসুন জেনে নেই কিছু অনলাইন app এর বিষয়ে যা আপনাকে ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট নিতে সাহায্য করবে।
অনলাইন ফ্রি টাকা ইনকাম এর app –
Acorns –
ফিনটেক app গুলোর মধ্যে একটি। এখানে আপনি আপনার প্রতিটি কেনাকাটা তে সেভিংস করতে পারবেন। কাজেই এই app টি টাকা সঞ্চয়ের জন্য ভালো একটি app বলতে পারেন। কেনাকাটার অতিরিক্ত টাকা আপনি Acorns এর সেভিংস একাউন্ট এ জমা করে রাখতে পারবেন।
ড্রোপ app –
এটি একটি ক্যাশ ব্যাক app যা আপনাকে অনলাইন কেনা কাটার মধ্যে সাহায্য করে থাকবে। আপনি দোকানের কেনাকাটা করে পয়েন্টস জমা করতে হবে এবং আপনার ক্রেডিট কার্ড তারসাথে লিংক করে দিতে হবে। এইভাবে এখানে আপনি উপার্জন করতে পারবেন এই app এর সাহায্যে।
ইনবক্স ডলার –
এখানে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছে সদস্যদের এরকম ই তথ্য পাওয়া গেছে। এখানে আপনি ই মেইল পড়া থেকে শুরু করে ভিডিও দেখা ,খবর দেখা ,মুভি দেখা বিভিন্ন উপায় পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং সেইসব পয়েন্টস কে টাকায় পরিণত করতে পারবেন।
0 Comments